পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ মে, ২০১২

প্রতীক্ষা



তুমি হীনা এ হূদয় আমার
প্রতীক্ষা
আজও স্বপ্নে হারায়,
জমানো স্মৃতির মাঝে
আনমনেই খুঁজি তোমায়।
একা আমি নিঃসঙ্গতার পথে
আকাশে মেঘ ভেসে যায়,
সময়ের চোরাবালিতে অগোচরে
যেন সব কিছুই বিলীন হয়।
স্রোতবিহীন এক নদীর তীরে
যেভাবে নৌকা থেমে রয়,
আমি আছি তোমার প্রতীক্ষায়
তোমার পথের সীমানায়।
একদিন স্বপ্ন সত্যি হবে
কোনো এক মুহূর্তে আমার কাছে রবে,
জোনাকিরা আলো ছড়াবে
তুমি শুধুই আমার হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷