পৃষ্ঠাসমূহ

বুধবার, ৬ মার্চ, ২০১৩

বিদ্রোহ দমনে পুলিশ টিয়ারশেল, পিপার স্প্রে, গরম পানি ব্যবহার করতে পারে

পুলিশকে এভাবে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছে জানি না। রাবার বুলেটের বদলে কেন আসল বুলেট চালানো হচ্ছে তাও বুঝতে পারছি না।
কিন্তু এতটুকু বুঝি প্রতিটা জীবনের দাম আছে। জঘন্য অপরাধীকেও হত্যা করা হয় বিচারের মাধ্যমেই (আজকেও যার একটা নিদর্শন আমরা পেয়ছি)। সেখানে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা কোন সভ্য সমাজের সভ্য ব্যাক্তির কাজ হতে পারে না।
আজ দেশে এখন পর্যন্ত ২৬জন মারা গেছে। এরা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে। এদের প্রতিটা জীবনের মূল্য আছে। আমরা একটি মানবতাবিরোধী অপরাধের বিচার করতে গিয়ে আরেকটি মানবতাবিরোধী অপরাধ করতে পারি না।
বিদ্রোহ দমনে পুলিশ টিয়ারশেল, পিপার স্প্রে, গরম পানি ব্যবহার করতে পারে। এভাবে গুলি কেন চালাবে? প্রয়োজন হলে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷