পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

রসায়নের পর্যায় সারণী মনে রাখার সহজ কৌশল!!

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই ব্লগের অধিকাংশ ব্লগার ও পাঠক ভাই বোনেরা স্টুডেন্ট তাই আজ আমি আপনাদের জন্য এমন একটা পোষ্ট করব যেটা ছাত্র ছাত্রীদের জন্য খুব কাজে লাগবে।

বিশেষ করে বিজ্ঞান বিভাগের। আমরা জানি রসায়ন শাস্ত্রের পর্যায় সারণী মনে রাখা খুবই কঠিন তাই আপনাদের সাথে এমন একটা কৌশল শেয়ার করছি যেটা মুখস্থ করলে পর্যায় সারনী মনে রাখা খুব সহজ হয়ে যাবে। তাই এক্ষুনি মুখস্থ করে ফেলুন।
গ্রুপ 1A: H Li Na K Rb Cs Fr
হায়রে! লি না কে রুবি সাজাবে ফ্রান্সে !
গ্রুপ 2A : Be Mg Ca Sr Ba Ra
বেগুনী, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখ ।
গ্রুপ 3A : B Al Ga In Tl
বাংলাদেশ আওয়ামীলীগ গেলো ইন্ডিয়ার তালে!
গ্রুপ 4A: C Si Ge Sn Pb
চলো, সিলেট গেলে সানগ্লাস পাব ।
গ্রুপ 5A: N P As Sb Bi
নদীতে পানি আসে সব বিকালে ।
গ্রুপ 6A : O S Se Te Po
ও এস এসসি তে পড়ে ।
গ্রুপ 7A : F Cl Br I At
First Class British Indian Architect.
ল্যান্থানাইডঃ Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
ছেলে , প্রীতি এন্ড পমসম । ইউরোপ গুড, তবে ডাইরিয়া হয় । আর টমেটো ইয়লো ব্লু !
অ্যাক্টিনাইডঃ Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
থাকলে পাশে ইউ এনপি, পুঁথি আমার কমেনা। বিকেলে ক্যাফেতে আইনস্টাইন FM, মুড নষ্টের লহর ।
পর্যায়-১ : H He
Hi! He
পর্যায়-২ : Li Be B C N O F Ne
Lies Because Boron Can Not Oxide Florine and Neon.
পর্যায়-৩ : Na Mg Al Si P S Cl Ar
Nations Might Also Sign Peace Security Clause Argument.
পর্যায়-৪: Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn.
Scachin Tiendulkar Very (good) Cricketer Man (of the match) Feor (the) Country Niot (for) CuZn ((cousin))
পর্যায়-৫: Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd
Y and Z – two friends – sing “Namba Teacher R-square” (Our teacher R-square) from “Paddy Again” to a Cd.
সবাইকে অনেক ধন্যবাদ।

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের গোপন সংকেত বা মানে জানুন!

বাংলাদেশী হিসাবে আমাদের অনেকের ই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।

আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি
কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?
1. প্রথম সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে। ঢাকার জন্য এই কোড ২৬
2. পরবর্তী সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।
  • সিটি কর্পোরেশনের জন্য –
  • ক্যান্টনমেন্ট –
  • পৌরসভা –
  • পল্লী এলাকা -
  • পৌরসভার বাইরে শহর এলাকা –
  • অন্যান্য –
3. পরবর্তী সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড
4. পরবর্তী সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
5. শেষ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।
বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ডিজিট হচ্ছে জন্মসাল!
জানুন এবং সব্বাইকে জানান!
ধন্যবাদ ।

শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

হয়নি ভোলা

(*) চচ্ঞল সেই মুক্ত বিহঙ্গ,
দুরোগ্য ক্যান্সারে ছডিয়েছে সব অঙ্গ,
নড় বড়ে শরীরে পড়ে আছে অ্যাপলো হাসপাতালের সিটে,
ক্ষীন চোখে মোর দিকে চেয়ে হাসে মিট মিটে।

(*) মৃদু ইশারা দিয়ে মোরে পাশে ডাকে,
ফ্যালফ্যালো চোখে চেয়ে থাকে মোর দিকে।
কাঁপাকাঁপা গলায় বলে আমায়,
এই ফ্যানটা বন্ধ করা যায় ?
এর ঘনঘন শব্দটা আমার কাছে কান্নার মত মনে হয়,
চার দেয়ালে এই ছোট রূমে তার প্রতিধ্‌বনি বয়ে যায়।

(*) কতটা পথ না হেটেছি দুইজনে,
ঘুরছি বহু দুর অজানা কোন নির্জনে,
কখনো দর্শক হয়ে আবহানী মাঠে;
কখনো বা জমবেশ আড্ডায় ফিজা হাঠে,
ছুটে চলা সে দিন গুলোতে গুলশান একে,
হাতে হাত রেখে ঘুরে বেড়ানো ধানমন্ডি লেকে।
যার মুখের দিকে চেয়ে মোর কষ্ট হতো শীতল,
সেই মুখের হা্সি আজ কেন এতো বিরল ,

(*) একটু পরে সে গম্ভীর গলায় বলে,
মাঝখানে কত জোছনা গেলো চলে,
আজ এসেছো তুমি সময়ের ক্রান্তি লগ্নে;
আরেকটু পরে আমি হবো গভীর ঘুমে মগ্ন।

(*) আমার শিরা উপশিরায় রক্ত চলাচল থেমে যাচ্ছে,
তোমার  মাথায় হাত রাখতে খুব ইচ্ছে করছে।
স্র্রর্গের সুবাস মোর নাকে আসে,
আমার সমস্ত দেহ তাতে ভাসে।।

(*) চোখের পলকে হারিয়ে গেল সে মোর কাছ থেকে;
আমি চেয়ে থাকি তার নিষ্পাপ চোখের দিকে।
চৌবাচ্চের মধ্যে বৃহত সূ্র্যের প্রতিবিম্বের মত;
মোর হৃদয়ে তার প্রতিচ্ছবি উজ্জ্ব্ল হবে তত।

(*) মোর নয়নের সলিলের অঝর ধারায়;
আজ সে প্রতিচ্ছবি ও উজ্জ্ব্ল হয়ে যায়।
একাকি জোছনা দেখা মোর হৃদয়ে দিচ্ছে দোলা,
আজ যে তোমার জন্মদিন হয়নি ভুলা।


                      লিখেছেন রিংকু রক (Rinku Rock)

                      fb ID : https://www.facebook.com/rinku.rock.90

শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

সকলের জন্য একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। প্লিজ এখনি সতর্ক হোন।


সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার। হাঁ ভয়ানক এই তথ্যটি জানতে পারি একুশে টিভির এক বন্ধুর মাধ্যমে। পরে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারনা পেতে একুশে টি ভির নিউজ দেখে শিওর হলাম মাত্র।
১- সিম ক্লোন কি?
একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের?
আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?
সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

লক্ষ্য করুন-----------
* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।
* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।

সতর্ক হবেন যেভাবে-
* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।
* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।
* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান।
* আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

..................................................................
সকলে সতর্ক হন। অন্যকে বিষয়টি জানান। পারলে কথা গুলো শেয়ার করুন।
ভালো থাকুন। নিরাপদে থাকুন।

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট!

আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশে Home এর পাশে অ্যারোতে ক্লিক করে Account Settings-এ ক্লিক করুন বা সরাসরি www.facebook.com /settings?ref=mb ঠিকানায় যান। এখন বাঁ পাশ থেকে Security-তে ক্লিক করুন। এখন Login Approvals-এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করুন। তারপর Require me to enter a security code…বক্সে টিকচিহ্ন দিন। টিকচিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue তে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে Submit Code বাটনে ক্লিক করে Close-এ ক্লিক করুন। (Login Notifications-এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করে Email এবং Text message বক্সেও টিকচিহ্ন দিয়ে Save-এ ক্লিক করে রাখতে পারেন।) এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে পুনরায় আবার ফেসবুকে লগইন করুন।
দেখবেন Name New Device নামে একটি পেজ এসেছে। সেখানে Device name বক্সে কোনো নাম লিখে Save Device-এ ক্লিক করুন। এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ছাড়া অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue তে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না।