পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ২২ মে, ২০১২

হারিয়ে যাব ?

ইচ্ছে হয়েছিল ঘুঁড়ির মত মুক্ত
আকাশে উড়ে বেড়ানোর,
যেমন ভাবা তেমন কাজ, উড়তে থাকলাম।
স্বাধীন ভাবে, কারো দিকে তাকানোর সময়
নেই।
উড়ছিলাম তো উড়ছিলাম, ভাবলাম অনেক হয়েছে, এবার
ফিরে যাওয়া যাক।
এবার সুঁতোই টান পড়া উচিত। নিচে তাকালাম, তাকিয়ে খুব হতাশ
হয়ে গেলাম।
ওখানে যে নাঁটাই হাতে কেউ ই নেই,,
আমার সুঁতোই টান দেবার মতো,,
ফিরে আসার সম্ভাবনা তো নাই,, তবে কি উড়তে উড়তে এক সময় আমি হারিয়ে যাব
নাঁটাই থেকে বিচ্ছিন্ন হয়ে অজানা কোন
গন্তব্যে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷